ব্রিটিশ হাইকমিশনারকে অর্থমন্ত্রী ‘দেখো, কী অফার করতে পারো’

 

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, যুক্তরাজ্যের সাহায্য চায় বাংলাদেশ আবার যুক্তরাজ্যও বাংলাদেশকে সাহায্য করতে চায়। সচিবালয়ে আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এরপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তাঁরা।অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, অনেক ধরনের ধারণা নিয়ে আলোচনা হয়েছে। তবে বাংলাদেশ যুক্তরাজ্যের কাছ থেকে কী বিষয়ে সাহায্য চায়, তা স্পষ্ট করেননি অর্থমন্ত্রী। তিনি সারাহ কুককে বলেছেন, ‘তোমরা দেখো, কীভাবে কী অফার করতে পারো।’

বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, ‘যুক্তরাজ্যের সঙ্গে আমাদের সম্পর্ক বহুদিনের। আমরা সাহায্য চাই আবার যুক্তরাজ্যও সাহায্য করতে চায়। যেহেতু তারা দীর্ঘদিন আমাদের সঙ্গে কাজ করছে, তারা বাংলাদেশের অবস্থা বোঝে। এ ব্যাপারে অভিজ্ঞতা আছে তাদের।’

যুক্তরাজ্য থেকে অর্থনৈতিক কোন কোন ক্ষেত্রে সাহায্য পাওয়া যেতে পারে—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সেটি এখন বলা যাবে না। সেগুলো নিয়ে আলোচনা চলছে।

সরকার কোনো সহযোগিতা চেয়েছে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘নিশ্চয়ই। তা নির্ভর করে তারা কীভাবে সহযোগিতা করতে চায়। আমি বলেছি, তোমরা তো এখানে বহুদিন ধরে আছ। আমাদের সঙ্গে একটা সম্পর্ক আছে। দেখো কীভাবে কী অফার করতে পারো।’

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সাংবাদিকদের বলেন, তাঁরা খুব ভালো একটা আলোচনা করেছেন। যুক্তরাজ্য ও বাংলাদেশ কীভাবে অর্থনৈতিক ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে পারে, তা আলোচনায় উঠে এসেছে। তিনি বলেন, ‘টেকসই বাংলাদেশ গড়তে আমরা বাংলাদেশকে সমর্থন করেছি। বাংলাদেশ উন্নয়নশীল দেশ হতে যাচ্ছে। এ সাফল্যের ব্যাপারে আমরা দেশটির পাশে ছিলাম। উন্নয়নশীল দেশ গঠনের ক্ষেত্রেও সব সময় বাংলাদেশের সঙ্গে থাকব।’

এদিকে ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসডুপুইও আজ অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ম্যারি মাসডুপুই জানান, বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার কার্যক্রমে সহযোগিতা করতে তাঁর দেশ আগ্রহী। অর্থমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ফ্রান্স থেকে বাংলাদেশের এয়ারবাস কেনা বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে রাষ্ট্রদূত ম্যারি মাসডুপুই কোনো জবাব দেননি।

সূত্রঃ প্রথম আলো ।।০১/০২/২৪

Comments