Skip to main content

Posts

Featured

শিল্পীরা কেউ কারও থেকে শ্রেষ্ঠ নয়: প্রবর রিপন

শিল্পীরা কেউ কারও থেকে শ্রেষ্ঠ নয়: প্রবর রিপন আপনার কাছে জীবনের অর্থ কী? প্রবর রিপন : মহাবিশ্ব প্রতি মুহূর্তে সৃষ্টিশীল, আর এই পৃথিবীর প্রতিটি মানুষের অস্তিত্ব অনন্য, সেই অস্তিত্বকে সৃষ্টিশীল হতে হবে। পৃথিবীকে এমন কিছু দিতে হবে, যেটা পৃথিবীতে আগে ছিল না। আমার কাছে এটাই জীবন। জীবনের পূর্বনির্ধারিত কোনো অর্থ নেই। জীবন একটা সাদা ক্যানভাসের মতো। এই ক্যানভাসে আমি কী আঁকব, সেটাই আমার জীবন আর সেটাই আমার জীবনের অর্থ। মানে অর্থহীন পৃথিবীতে আমিই জীবনের অর্থ তৈরি করছি। প্রথম আলো :  জীবনের বিপরীতে আপনার গানে বারবার মৃত্যু ফিরে এসেছে। আপনি গানে বলছেন, ‘আমরা মৃত্যু উৎপাদন করি’। আমরা মৃত্যু উৎপাদন করি কীভাবে? প্রবর রিপন : মানুষকে টিকে থাকতে প্রতি মুহূর্তে পরিশ্রম করতে হয়। একটা শ্রেণির স্বর্গের প্রলোভনে বাকি সবার জীবন নরকের মতো হয়ে উঠেছে। তাদের আরাম, বিলাসিতা, আধিপত্যের জন্য একটা শ্রেণির জীবনের হাপিত্যেশ অবস্থা, নারকীয় অবস্থা। কৃষক ফসল ফলাচ্ছেন, শ্রমিক কারখানায় কাজ করছেন আর এসব মিলিয়েই দাঁড়িয়ে আছে অর্থনীতি। সেই অর্থনীতির অর্ধেকের বেশি অর্থ ব্যয় হচ্ছে মানুষ মারার জন্য, অস্ত্র বানানোর জন্য। আগে মানু...

Latest Posts